চুয়াডাঙ্গায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
শনিবার সকাল ৮টায় শহরের মহিলা কলেজ রোডের একটি বুথে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী। সিভিল সার্জন জানান, কর্মসূচীতে চুয়াডাঙ্গা জেলার এক লাখ ৩৬ হাজার ৫৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জে/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|