ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার উজবেকিস্তানে বৈঠক করবেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বিষয়টি জানানো হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও মোদির মধ্যকার বৈঠকে অ্যাজেন্ডা হিসেবে থাকবে বাণিজ্য ও ভারতীয় বাজারে রাশিয়ার সারের সম্পৃক্তি।
এনডিটিভি জানিয়েছে, উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারশেন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে পার্শ্ববৈঠক হিসেবে পুতিন ও মোদি বৈঠক করবেন।
ক্রেমলিন বলেছে, ভারতীয় বাজারে রাশিয়ার সারের সম্পৃক্তি এবং দ্বিপক্ষীয় খাদ্য সরবরাহ নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। কৌশলগত স্থিতিশীলতা, এশীয় প্রশান্ত অঞ্চলের পরিস্থিতি এবং জাতিসংঘ ও জি-২০-এর আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে তারা আলোচনা করতে পারেন।
তবে পুতিনের সঙ্গে মোদির বৈঠকের ব্যাপারে এখনো কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনে রুশ হামলার জেরে মস্কোর কাছ থেকে তেল না কিনতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ রয়েছে নয়াদিল্লির ওপর। তার পরেও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনেই যাচ্ছে ভারত।
সূত্র : এনডিটিভি।
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com