শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায়। পরিস্থিতি ভালো না হওয়ায় তাকে বর্তমানে রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
আগে থেকেই নানা জটিলতায় ভুগছিলেন জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার। ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে এক পাশ অচল হয়ে পড়ায় কথা বলতেন কষ্ট করে। মাঝে করোনাতে ভুগেছেন। এবার তো ঠিক মতো শ্বাসই নিতে পারছেন না। সেজন্য তাকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়।
তার স্ত্রী মাধুরী রায় বলেন, ‘কয়েক দিন ধরে ও শ্বাস কষ্টে ভুগছে। কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে। এছাড়া অন্যান্য সমস্যাও রয়েছে। আজ শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তাররা দেখছেন। সবাই বাদলের জন্য দোয়া করবেন।'
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টানা তিনবারের সহ সভাপতি ছিলেন মোহামেডানের সাবেক এই তারকা। সর্বশেষ বাফুফের নির্বাচনে সভাপতি পদে দাঁড়িয়ে ৪০ ভোট পেয়ে হেরেছেন।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com