সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে রাম মন্দির নির্মাণ করে ফেলুন: বেদান্তি
প্রকাশ: ০৮:২৭ pm ১৬-০৬-২০১৫ হালনাগাদ: ০৮:২৭ pm ১৬-০৬-২০১৫
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জোর দাবি জানালেন সাবেক এমপি এবং রাম জন্মভূমি ট্রাস্টের ট্রাস্টি রামবিলাস বেদান্তি। তিনি রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে বলেছেন, ‘বিজেপির কাছে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেজন্য এই বিষয়টি ঝুলিয়ে রাখা উচিত নয়।’
আজ (মঙ্গলবার) দুপুরে এক গণমাধ্যমে বেদান্তির এ দাবির কথা প্রকাশিত হয়েছে।
এক সংবাদ চ্যানেলে কথা বলার সময় বেদান্তি জানান, ‘রাম মন্দির নির্মাণ নিয়ে মোদি সরকারকে আইন তৈরি করতে হবে। সরকার যখন ভূমি অধিগ্রহণ নিয়ে সংসদে বিল আনতে পারছে, তখন রাম মন্দির নিয়ে বিল আনতে দেরি হচ্ছে কেন?’
বেদান্তি বলেন, ‘আমিও একসময় এমপি ছিলাম। জানি, বিল আনার পরে এটি রাজ্যসভায় পাস নাও হতে পারে। কিন্তু এ রকম হলে তো বিজেপি’রই ফায়দা হবে। রামভক্তরা এটা জানতে পারবে, কোন দল মন্দির নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’ তিনি বলেন, ‘মন্দির নির্মাণ নিয়ে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে মোদি সরকারকে।’
এর আগে রামমন্দির নির্মাণের দাবিতে বিজেপি এমপি সাক্ষী মহারাজ, বিনয় কাটিয়ারসহ অন্যরা আওয়াজ তুলেছেন। এবার সাবেক এমপি রামবিলাস বেদান্তিও একই দাবিতে সোচ্চার হলেন।
এদিকে, আজ (মঙ্গলবার) রাম জন্মভূমি ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে অযোধ্যায়। এতে মন্দির নির্মাণ নিয়ে বিশেষ সিদ্ধান্ত নেয়া হতে পারে। বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিঙ্ঘল, প্রবীণ তোগাড়িয়া, রামবিলাস বেদান্তি ছাড়াও মোহন্ত নৃত্যগোপাল দাসের উপস্থিত থাকার কথা রয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে এবং অযোধ্যা ও ফৈজাবাদের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এইবেলা ডট কম/এইচ আর