জীবনের নানা রূপ, কখনও জেলে কখনও পথে পথে ঘুরেছেন। জীবনের উত্থান পতনের গল্প এবার দেখা যাবে সিনেমার পর্দায়। এই জীবনের নাম সঞ্জয় দত্ত। ৫৮ বছর বয়সী এই অভিনেতার বায়োপিক তৈরি করেছেন রাজকুমার হিরানী।
এরইমধ্যে সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। মঙ্গলবার প্রতীক্ষিত এই সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। ছবিটির নাম রাখা হয়েছে ‘সঞ্জু’। প্রথম ঝলকেই চমকে দিলেন রণবীর কাপুর।
জেলের ফটক দিয়ে বেরিয়ে এলেন সঞ্জয় দত্ত! কিন্তু কাছে আসতেই ভুল ভাঙবে। ক্যামেরার সামনে যিনি এলেন, তিনি রণবীর কাপুর! বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকের ট্রেলারে এভাবেই রণবীরকে দেখা গেলো।
সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময়ের মোট ছয়টি সাজে দেখা গেলো রণবীর কাপুরকে। ভারতের মুম্বাইয়ে হয়েছে টিজারটির প্রকাশনা অনুষ্ঠান। সেখানে ছিলেন রণবীর কাপুর, ছবিটির পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া।
টিজারটির শুরুতেই বলা হয়েছে, ‘একটি সত্যি ঘটনা। আপনার বিশ্বাস হবে না!’ আর ট্যাগলাইনে উল্লেখ রয়েছে, ‘একজন মানুষ, অসংখ্য জীবন।’
ছবিটিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।
আগামী ২৯ জুন মুক্তি পাবে ‘সঞ্জু’।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|