বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের রেকর্ডে ভাগ বসালেন বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের রেকর্ড জয় তুলে নেওয়ার দিন হাবিবুল বাশারকে ছুঁয়েছেন তিনি। ওয়ানডেতে এখন পর্যন্ত মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ ম্যাচ জিতেছে ২৯টি।
অন্যদিকে, হাবিবুল বাশারের নেতৃত্বেও বাংলাদেশ ২৯টি ওয়ানডেতে জয় পেয়েছে। কিন্তু মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ হেরেছে ২১টি। আর হাবিবুল বাশারের নেতৃত্বে হেরেছে ৪০টি। সেই হিসাবে সফল অধিনায়কের তালিকায় মাশরাফি বিন মুর্তজাই এগিয়ে।
উল্লেখ্য, হাবিবুল বাশারের অধীনে ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। অন্যদিকে, বর্তমান অধিনায়ক মাশরাফির অধীনে প্রথমবারের মতো ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব গড়ে বাংলাদেশ। আর সর্বশেষ আইসিসির বড় ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে টাইগাররা।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|