মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
মঙ্গলবার, ৫ই চৈত্র ১৪৩০
সর্বশেষ
 
 
সাত প্রকল্পে বাংলাদেশের সাথে জাপান ইতিহাসের সব থেকে বড় ঋন চুক্তি 
প্রকাশ: ১০:৩৯ pm ১২-০৮-২০২০ হালনাগাদ: ১০:৩৯ pm ১২-০৮-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের নিমিত্তে এযাবতকালের সবথেকে বড় ঋন চুক্তি করেছে জাপানের জাইকা। 

বুধবার (আগস্ট ১২) জাইকা বাংলাদেশ সরকারের সাথে এই চুক্তি করে। 

ওভারসিজ ডেভেলপমেন্ট এসিস্টেন্সের আওতায় জাপান সাত প্রজেক্টে ৩,৩৮,২৪৭ মিলিয়ন ইয়েনের এই চুক্তি করে। বাংলাদেশি টাকায় এটা প্রায় ২৬,৮৫০ কোটি টাকা। ওডিএ এর আওতায় এত বড় ঋন সহায়তা জাপানের সাথে আগে হয়নি। এই সাতটি প্রজেক্ট হল-
১. যমুনা রেল সেতু প্রকল্প -২ 
২. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প-২
৩. ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্প-৪
৪. ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্প-(লাইন ৫ নর্দার্ন রুট) 
৫. চট্টগ্রাম কক্সবাজার সড়ক উন্নয়ন প্রকল্প
৬. ফুড ভ্যালু চেইন ইম্প্রুভমেন্ট প্রকল্প
৭. আরবান ডেভেলপমেন্ট এবং সিটি গভর্নেন্স প্রকল্প।

চুক্তির সময় চিফ রিপ্রেজেন্টেটিভ মিস্টার ইয়ুহো হায়াকাওয়া জোর দিয়ে বলেছেন কোভিড-১৯ মহামারী চলা সত্ত্বেও জাপানের নেয়া প্রকল্পগুলি দ্রুত এগিয়ে চলছে যেটা বাংলাদেশের মানুষের জন্য সুবিধা বয়ে আনবে। এই কঠিন সময়েও এম আর টি লাইন -৬ এর কাজ এগিয়ে চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ এর কাজ এপ্রিলে শুরু হয়েছে। এপ্রিলেই যমুনা রেল সেতুর নির্মাণ চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া জুনে MRT-5 এর নকশার পরামর্শ চুক্তি হয়েছে। 

উল্লেখ্য,  জাপান দ্বিপাক্ষিক ভাবে বাংলাদেশের সবথেকে বড় উন্নয়ন অংশিদার।  
                
নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71