সিরাজগঞ্জে মালবাহী একটি ড্রামট্রাকের চাপায় এক মেডিক্যাল কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আফতাব হোসেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে পাস করে বর্তমানে ইন্টার্নি করছিলেন।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়েদাবাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, মেডিক্যাল কলেজের ছাত্র আফতাব হোসেন শুক্রবার সকালে একটি মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। তিনি বঙ্গবন্ধু সংযোগ সড়কের সয়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছলে চার লেনের নির্মাণ কাজে নিয়োজিত মালবাহী মীর আখতারর কনস্ট্রাকশনের একটি ড্রামট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ মীর ঘাতক ট্রাকটি আটক করেছে।
শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. নজরুল ইসলাম জানান, আফতাব হোসেন মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com