সিরাজগঞ্জে পৌর এলাকার যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া এলাকার হাতেম আলীর ছেলে এবং সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
সদর থানার ভাড়প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সকালে গোলাম মোস্তফা রানীগ্রাম বাজারে দোকানে বসা ছিলেন। এ সময পিছন থেকে এসে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|