সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে লাল চান মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের বড়বাগড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল চান মন্ডল উপজেলার কর্ণসূতি গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে।
নিহতের পিতা ঠান্ডু মন্ডল অভিযোগ করে বলেন, গত ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করা নিয়ে স্থানীয় সালাম ও আমার শ্যালকের ছেলে বুদ্দু’র মধ্যে দ্বন্ধ আসছিলো। মাস-দুয়েক আগে সালামের সমর্থিতরা তার ছেলে লাল চান মন্ডলকে মারপিট করে।
পরে তার ছেলের পক্ষের লোকেরাও সালামের সমর্থকদের মারপিট করে। এ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে লাল চানকে প্রতিপক্ষ সালাম, নয়ন ও নিরবসহ বেশ কয়েকজন কুপিয়ে গুরুতর আহত করে এবং তাকে রাস্তার পাশের ফেলে রেখে যায়।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে আনার পথে সে মারা যায়। কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা জানান, নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে। ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত সন্দেহে আমির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
এইবেলাডটকম/পিসিএস
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|