সিলেট নগরীর দক্ষিণ সুরমার দরিয়া শাহ (র.) মাজার এলাকায় পরিত্যক্ত ৫টি গ্রেনেড ও ১৯টি গুলি ম্যাগজিন উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার মসজিদ পুনর্নির্মাণের জন্য মাটি খোঁড়া হচ্ছিল এই সময় মাটির ভিতর থেকে এইগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসী বলছে, সকাল ১১টার দিকে শ্রমিকরা সেখানে মাটি খুড়তে গেলে ধাতব বস্তুর অস্তিত্ব দেখতে পায়। পরে তারা সেগুলো একেক করে উপরে তুলে আনে। বিষয়টি জানাজানি হলে ভয়ে সেখানে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। এসব গোলাবারুদ ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া হতে পারে। গোলাবারুদের কাছে খুড়া একটি বাংকারের অস্তিত্বও পাওয়া গেছে। সেই বাংকারটিও ভালো করে পরখ করে নেয়া দরকার বলে স্থানীয়রা মনে করেন। নতুবা কোন বিস্ফোরক থাকলে যেকোন সময় বড় ধরনের বিপর্যয় হতে পারত।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ অকুস্থলে পৌঁছে স্থানটি ঘিরে রাখে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল বলেন, গ্রেনেড ও ম্যাগজিনগুলিতে মরিচা ধরেছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এগুলো ধরা যাবে না বা সরানো যাবে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এসকে
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|