সিলেটে ছুরিকাঘাতে হেলেন শর্মা (৫৮) নামের সাবেক এক স্বাস্থ্যকর্মীকে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার বিমানবন্দর থানার নালিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হেলেন শর্মা ওই গ্রামের ঠাকুরমনি শর্মার স্ত্রী। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা কর্মীর চাকরি থেকে অবসর নেন।
ওসমানী বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, ওই নারীর গলায় ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
নি এম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|