এইবেলা ডেস্ক : সকল ঝল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৬ বছর পর সুইডেন প্রবাসী আওয়ামীলীগের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ খেতু মিয়া কে আহবায়ক ও ডা. ফরহাদ আলী খানকে সদস্য সচিব করে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার এ কমিটি অনুমোদন করেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ গণি ।
এ কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান লাল্টু এবং সিরাজুল হক খান রানা, যুগ্ম সদস্য সচিব দলিল উদ্দিন দুলু ও খালেদ চৌধুরী।
এছাড়া কমিটিতে কাজী গোলাম আম্বিয়া ঝন্টু, ওবায়দুল হক, মহিউদ্দিন আলম লিটন, জাহাঙ্গীর কবির, আব্দুল মতিন টুটু, খালেদ চৌধুরী, সাইদুল হক, মনজুরুল হাসান, আব্দুল মান্নান, আব্দুস সালাম চৌধুরী, সাইফুজ্জামান শিকদার খোকা, মোখলেসুর রহমান মিরাজ, আতাউর রহমান, জন্নুরুল হক টুটুল, হুমায়ুন কবির , শেখর দেব, কামরুল হাসান, আরিফুল রহমান, আব্দুল মালিক জলিল, গোলজার হোসেন মিয়া, লাভলু মেনোয়ার, মুজাহিদুল ইসলাম নওরোজ, আকরামুজ্জামান শাহিন, তায়েবুর রহমান রিফুজ, নাজমুল খান, সফিকুল আলম লিটন, কাওসার আলী, হেদায়েতুল ইসলাম শেলী, নাসিমুল ইসলাম, চুন্নু মিয়া (মিজানম) ড. শাহনেওয়াজ বিপ্লব, শফিকুল ইসলাম উৎপল, সাব্বির রহমান খান. মাসুদ খান, মোস্তফতা দেলোয়ার হোসেন, আবুল হাশেম, শিবেন্দ্র নারায়ন দেব, খলিলুর রহমান, শাহ আলম চৌধুরী, দেলোয়ার হোসেন, মাহবুব আরিফ, সোহেল আহমেদ, এম আলম, শহিদ হোসেন ফোটন, জহিরুল হক চৌধুরী, মাহমুদ হাসান নওরোজ, আবুল হোসেন, মামুন ভূইয়া, শ্যমল দত্ত, আফসার আহমেদ, মাহফুজুর ভূইয়া খোকন, মোর্শেদ চৌধুরী বাপ্পি, আকরামুল হক, আশরাফ খানকে সদস্য মনোনিত করা হয়েছে।
গত ১৩ই মার্চ্ সুইডেন আওয়ামী লীগের বহুল প্রতিক্ষীত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এইবেলা ডটকম/ আরকেএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|