আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় ভোরে রিয়াদের অভিজাত এলাকা অলাইয়াতে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়। আহত হয় ১৪ জন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক।
নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের আবুল হোসেন ও মোহাম্মদ নুরু, ঢাকার এরশাদ আলী, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলী এবং কিশোরগঞ্জের মোহাম্মদ সোহেল।
এইবেলা ডটকম/ইয়া/ইআ