কানাডা: কানাডায় বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ক্যুইবেক মন্ট্রিয়লের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করে ক্যুইবেক আওয়ামী লীগ ।সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যাক প্রবাসীর উপস্থিতিতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কানাডা আওয়ামী লীগ নেতা ইতরাদ জুবেরী সেলিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু ডাক না দিলে বাংলাদেশের স্বাধীনতা আসতো না আর আমরাও বহিঃবিশ্বে বাঙালি হিসেবে পরিচিত হতাম না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নের মডেল রাস্ট্র হিসেবে বিশ্বে পরিচত হচ্ছে।’ শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে এ প্রত্যাশা রাখেন আলোচকরা।
ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি জিএম মাহমুদ মিয়া, বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা শ্যামল দত্ত।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, লেখক বিদ্যুৎ ভৌমিক, এ্যাডভোকেট অমলেন্দু ধর, সৈয়দ হমত উল্লাহ, বাবলা দেব, মাশারুল আলম রুমান, ইয়াহিয়া আহমেদ, পুলক তরাপদার, সাংবাদিক তানভীর ইউসূফ রনী, সাংবাদিক শামসাদ রানা, আজাদ আলী প্রমুখ।
এইবেলা ডটকম/ আরকেএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|