সন্ন্যাসব্রত ভেঙে গত বছরের মে মাসে সোফিয়া হায়াতের বিয়ে চমক হয়ে এসেছিল সবার কাছে। এক বছর পূর্ণ না হতেই সেই বিয়ে ভেঙে দিয়েছেন সোফিয়া।
সামাজিক মাধ্যমেই জানিয়েছেন, স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছেন তিনি।
সম্প্রতি সোফিয়া সামাজিক মাধ্যমে লেখেন, তুমি নিজেকে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে পরিচয় দিয়েছিলে। তুমি মিথ্যা বলেছিলে। তুমি বলেছিলে আমায় ভালোবাসো, মিথ্যে বলেছিলে। ভালোবাসা কখনো মিথ্যা বলে না, চুরি করে না। আমি আমাদের পবিত্র বন্ধনের চরম মূল্য দিয়েছি। আমি সব বিল পরিশোধ করেছি, আমাদের খাবার-কাপড়ের খরচও আমি বহন করেছি। তুমি আরও চুরি করতে চেয়েছো। আমার সবকিছুই তুমি হরণ করতে চেয়েছো। যখন তোমার সঙ্গে পরিচয় হয় তুমি দোকানে কাজ করতে। কিন্তু সেদিকে আমি গ্রাহ্যই করিনি। তারপরও তোমাকে ভালোবেসেছি। ঘর নেই-অর্থ নেই এমন কারো সাথে মেশার ব্যাপারে সবাই আমাকে সতর্ক করেছিল। আমি শুনিনি। আমি শুধু ভালোবাসায় বিশ্বাস করতে চেয়েছি। তুমি আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছো। তাই আমি তোমাকে আমার ঘর ও জীবন থেকে বের করে দিয়েছি।
সোফিয়া আরও লিখেছেন, ভালো মানুষের বেশে শয়তান আমার কাছে এসেছিল, আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল। একটা শিক্ষা আমি পেয়েছি। নিজের সমান না এমন কারও সাথে আর মিশতে যাবো না। সে বিনিময়ে কিছু দিতে পারে না...।
বিডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|