প্রতিবেশী ডেস্ক : রাজ্যে সংগঠন বিস্তারে মন দিয়েছে গেরুয়া শিবির। দলের পদস্থ নেতারা জেলায় জেলায় ঘুরে বাড়াচ্ছেন জনসংযোগে। সেই পথে হেঁটেই নিজেদের শাখা বিস্তারে মন বিজেপির ছাত্র সংগঠন।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেবে চলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। চলতি বছরেই জন্ম সার্ধ শতবর্ষ হচ্ছে ভগিনী নিবেদিতার। একইসঙ্গে এই বছরেই পূর্ণ হতে চলেছে স্বামী বিবেকানন্দের শিকাগো জয়ের ১২৫ বছর।
এই দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানাতে চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের কৃতীদের সম্মান জানাবে এবিভিপি। এই রাজ্যের শিক্ষা বোর্ড সহ দিল্লির বিভিন্ন বোর্ডের পড়ুয়াদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কৃতী বিদ্যার্থী সংবর্ধনা’। আগামী মাসের ছয় তারিখে মধ্য কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।
মাধ্যমিকে কমপক্ষে চারটি বিষয়ে এবং উচ্চমাধ্যমিকে কমপক্ষে তিনটি বিষয়ে ৬০ শতাংশ নম্বর থাকলেই নাম রেজিস্ট্রেশন করতে পারবে পড়ুয়ারা। শারীরিকভাবে অক্ষম বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের পড়ুয়ারা উত্তীর্ণ হলেই সংবর্ধনার জন্য নাম নথিভুক্ত করতে পারবে। একইরকম সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে তফশিলী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য। সূত্র : kolkata24x7.com
এইবেলাডটকম /আরডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|