স্মার্ট বাংলাদেশের সড়ক হতে হবে স্মার্ট বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যেই কাজ করছে সরকার। সড়কে পরিবহন চলাচলে শৃঙ্খলা না আসলে স্মার্ট সড়ক সম্ভব নয়।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময়। তার নেতৃত্ব ও অনুপ্রেরণায় আমরা অসাধ্যকে সাধন করছি।
ওবায়দুল কাদের বলেন, দেশকে স্মার্ট করতে হলে সড়কগুলোকে আরও স্মার্ট করতে হবে। রাস্তায় ও পরিবহনে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না।
এসময় তিনি জানান, কমলাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, দেশের অবকাঠামো নির্মাণে এখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কেননা, আমাদের এখন মূল লক্ষ্য মানুষ বাঁচানো।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com