স্পোর্টস ডেস্ক: গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলে সোনালী ব্যাংককে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।
খেলার ১২ মিনিটে পেনাল্টি স্ট্রোকে দলের প্রথম গোলটি করেন ওমর ভুট্টো। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি দলকে উপহার দেন পাকিস্তানি খেলোয়াড় মো. ইরফান। ৫৩ মিনিটে একই ধারায় তিনি করেন তৃতীয় গোলটি। ৫৬ মিনিটে সোনালী ব্যাংকের সান্ত্বনাসূচক গোলটি করেন প্রসেনজিৎ।
দিনের অপর খেলায় সাধারণ বীমা ৮-০ গোলে রেলওয়েকে হারিয়ে দেয়। জয়ী দলের মোহসিন বিল্লাহ করেছেন দুটি গোল, বাকি ছয়টি এসেছে ছয়জনের স্টিক থেকে।
এইবেলা ডটকম/এডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|