হবিগঞ্জ জেলায় বজ্রাঘাতে ৬ ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে হবিগঞ্জ জেলায় ভারী বর্ষণ ও বজ্রপাতের হয়। এ সময় বানিয়াচং মাকালকান্দি হাওরে ২ ধানকাটা শ্রমিক ও নবীগঞ্জ হাওরে ২ ধান কাটা শ্রমিক ও লাখাই উপজেলার তেঘরিয়া হাওরে ১ ধান কাটা শ্রমিক ও মাধবপুর হাওরে ১ জন মারা যায়।
নিহতরা হলো, জেলার বানিয়াচং উপজেলায় দাইপুর গ্রামের বাসন্ত দাশের ছেলে স্বপন দাশ (৩৫), লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের তাহির মিয়ার ছেলে সুফি মিয়া (৫৫), মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রায় কুমার সরকারের ছেলে জহুর লাল সরকার (১৮) ও নবীগঞ্জ উপজেলার বৈলাকপুর গ্রামের হরিচরন পালের ছেলে নারায়ন পাল (৪০), মায়াকান্দি গ্রামের হাবিব উল্লার ছেলে আবু তালিব (২০)।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার জানান, বজ্রাঘাতে বানিয়াচং উপজেলায় বিকেলে পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। নিহত দুই জনই ধান কাটা শ্রমিক।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ বেনু ভূষণ দাশ বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ।
এসসি/বিডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|