হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার রাত ১২টায় অভিযান চালিয়ে হবিগঞ্জের কামড়াপুর ব্রিজ এলাকা থেকে ৪ মাদক বিক্রেতাকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন-সদর উপজেলার দিঘলবাগ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জয়নাল (৩৬), বানিয়াচং উপজেলার নতুন পাথারিয়া গ্রামের সমেজ আলীর পুত্র জাল্লার মিয়া (২২), একই গ্রামের ফিরোজ আলীর ছেলে মিজানুর রহমান (২৩) ও মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আব্দুর রহমানের ছেলে আমির আলী (৩২)।
এছাড়াও পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৪ জন পরোয়ানাভুক্ত এবং ৯ জন নিয়মিত মামলার আসামি।হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানান।
বিএম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|