প্রতিবেশী ডেস্ক: রোববার গুজরাটের সাবেক কুটনীতিক ও শিক্ষাবিদ কিরণ দোসি দ্য হিন্দু প্রাইজ-২০১৬ পেয়েছেন তার তৃতীয় গুরুত্বপূর্ণ আখ্যান ‘জিন্নাহ অফেন কেম টু আওয়ার হাউস’-এর জন্য।
এ গ্রন্থটি এই উপমহাদেশের বিশ শতকের রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধে রচিত এবং যার পরিসমাপ্তি ঘটেছে দেশভাগ ও স্বাধীনতার মধ্য দিয়ে।
কিরণ দোসি ছাড়াও পুরস্কারের সংক্ষিপ্ত তলিকায় ছিলেন- ‘হাফ অফ হোয়াট আই সে’ গ্রন্থের লেখক অনিল মেনন; ‘দ্য আদিবাসী উইল নট ডান্স’ গ্রন্থের লেখক হাঁসনা শোভেন্দ্রা শেখর; ‘কলকাত্তা’ গ্রন্থের লেখক কুনাল বসুর এবং ‘দ্য আইল্যান্ড অফ লস্ট গার্ল’-এর রচয়িতা মঞ্জুলা পদ্মনাভ।
এইবেলাডটকম/পিসি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|