হিন্দুদের শাসনকালেই শান্তিতে ছিল কাশ্মীর।
সোমবার লখনউয়ে শিখ সংগম অনুষ্ঠানে এই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি বলেন, যতদিন কাশ্মীর হিন্দু শাসকের অধীনে ছিল ততদিন সেখানে শান্তি ও স্থিতাবস্থা বজায় ছিল। হিন্দু শাসন শেষ হওয়ার পর থেকেই হিন্দুদের পতন শুরু হয়েছে কাশ্মীরে। এরপর হিন্দু ও শিখরাও নিরাপত্তার অভাব বোধ করে এবং উপত্যকা ছাড়তে শুরু করেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যখন কাশ্মীরে হিন্দু শাসক ছিলেন তখন হিন্দু, শিখ উভয়ই নিরাপদ ছিল। এখন কী অবস্থা কাশ্মীরের? হিন্দু, শিখরা কি শান্তিতে থাকতে পারছেন? একদমই নয়। হিন্দু রাজার শাসন শেষ হতেই হিন্দুদের সংখ্যা সেখানে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ইতিহাস থেকে আমাদের কিছু শেখা উচিত।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|