আগামী ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর যাচ্ছেন। ১৪ জুলাই সকালে তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক চুল্লি বসানোর কাজের (ফাষ্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি) উদ্বোধন করবেন এবং বিকেলে পাবনা পুলিশ লাইন মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন বলে জানা গেছে। এ ছাড়াও তিনি পাবনা-ঈশ্বরদীর নুতন রেললাইন ও রেল চলাচলের উদ্ধোধন করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন।
রাশিয়ান ফেডারেশনের সহযোগিতায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর তীরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর আগে গত বছরের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের অর্থাৎ ফাষ্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন করেন। আর্ন্তজাতিক আণবিক শক্তি কমিশনের রীতি অনুযায়ী ওই উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রবেশ করেছে।
প্রকল্প সূত্র জানান, প্রথম ইউনিটের কাজ চলমান রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। একইসাথে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু করার জন্য সকল প্রাক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এর মধ্যেই সরকারের স্থানীয় সকল দপ্তরে কর্মব্যস্ততা শুরু হয়েছে। বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৩৭টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। গত বছর ৩০ নভেম্বর এফসিডি কাজের উদ্বোধনের পর বাংলাদেশ বিশ্বের ৩২তম পারমাণবিক দেশ এর স্বীকৃতি অর্জন করেছে।
দেশের ইতিহাসে সর্ববৃহৎ ব্যয়ের প্রকল্প রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে রাশিয়া ৯১ হাজার ৪০ কোটি টাকা দেওয়ার চুক্তি সাক্ষরিত হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রূপপুর প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|