দ্বিতীয় দিনের মতো বিএনপি'র মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ। রবিবারের মতো আজও প্রত্যাশীদের সঙ্গে কথা বলতে পারেন দলটির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
চূড়ান্তভাবে কার হাতে উঠছে ধানের শীষ প্রতীক, তা জানতে নেতাকর্মীদের অপেক্ষা করতে হবে ৮ই ডিসেম্বর পর্যন্ত।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে রবিবার শুরু হয় দলটির প্রার্থী বাছাই প্রক্রিয়া।
মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
চূড়ান্ত বাছাই শেষে ৮ ই ডিসেম্বর দলীয় মনোনীতদের নাম জানানো হবে। এবার ২০ দলীয় জোট ছাড়াও ঐক্য ফ্রন্টের সঙ্গেও আসন ভাগাভাগি করতে হবে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|