২০১৮ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কারের জন্য ৪০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গায় পেয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
প্রথম খেলোয়াড় হিসেবে পুরস্কারটা দুইবার জেতার সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। গত বছর এই পুরস্কার জিতেছিলেন তিনি।
লিভারপুলের ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, ম্যানচেস্টার সিটির ফিল ফডিন, এভারটনের টম ডেভিস, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস, বরুসিয়া ডর্টমুন্ডের ক্রিস্টিয়ান পুলিসিচও আছেন ৪০ জনের সংক্ষিপ্ত তালিকায়।
ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ পর্যায়ে সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে থাকে ইতালির ক্রীড়া বিষয়ক দৈনিক টুট্টোস্পোর্ট। চূড়ান্ত বিজয়ী নির্বাচনের আগে ৪০ জনের সংক্ষিপ্ত তালিকা তিনজনে নামিয়ে আনা হবে।
এমবাপ্পের স্বদেশী পল পগবা, অ্যান্থনি মার্শিয়ালও এর আগে পুরস্কারটা জিতেছেন। লিওনেল মেসি জিতেছিলেন ২০০৫ সালে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|