জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে ভয়াবহ বন্যায় পানিবন্দি ও আশ্রয়ান কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্তদের জন্য শনিবার রাত থেকে প্রেসক্লাবের দোতলা ভবনের ছাদে ৩০ হাজার রুটি তৈরীর কাজ শুরু হয়েছে।
রুটি তৈরী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও জামালপুর পৌর সভার মেয়র মির্জা সাখাওয়াতুর আলম মনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ সফিক গেন্দা, মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র হাজী দিদার পাশা, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাসিমুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জামালপুর পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন ও রাজিব সিংহ সাহাসহ জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন।
ও/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|