পিরোজপুরে নিখোঁজের ৭ দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার হুলারহাটের কঁচা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত হাসেম আলী শেখের পুত্র মোফাজ্জল আলী শেখ’র (৬৫)। সে হুলারহাট বন্দরে ও ঢাকাগামী লঞ্চে বাদাম-বুট বিক্রয় করতো বলে জানা যায়।
মোফাজ্জলের পুত্র পান্নু শেখ জানান, ২৩ অক্টোবর হুলারহাট বন্দরে বাদাম-বুট বিক্রয় করতে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। অনেক খোঁজা-খুজির পরে তাকে না পেয়ে ২৬ অক্টোবর নিঁখোজের বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পরে সোমবার সকালে কঁচা নদীতে লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে পরনের জামা-কাপড় দেখে আমরা মরদেহটি চিনতে পারি।
পিরোজপুর সদর থানার ওসি মো: মাসুমুর রহমান বিশ্বাস বলেন, পুলিশ খবর পেয়ে হুলারহাটের ট্রলার ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধর লাশ উদ্ধার করে। কয়েক দিন ধরে লাশটি নদীতে থাকায় তার মুখমন্ডল ঠিকমত চেনা যাচ্ছে না। কিন্তু রানীপুর এলাকার পান্নু শেখ লাশটির গায়ের জামা-কাপড় দেখে দাবি করেছে লাশটি তার নিঁখোজ পিতার।
লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। যেহেতু লাশটির চেহার চেনা যাচ্ছেনা তাই ডিএনএ পরীক্ষার পরে বলা যাবে লাশটি মোফাজ্জল আলী শেখের কিনা।
টি/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|