কাতার বিশ্বকাপে বলিউড তারকাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বিশেষ করে উদ্ভোধনী অনুষ্ঠান ও সমাপনী মঞ্চ মাতিয়েছেন নোরা ফাতেহি। দীপিকাকে দেখা গেছে অন্যভাবে।আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচের আগে মাঠের ভেতর বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন ইকার ক্যাসিয়াস,স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ফুটবলের ফাইনালে একজন সাবেক ফুটবলারের হাতে ট্রফি থাকতেই পারে, তবে দীপিকা কেন সেখানে? তাহলে ফাইনালে খেলা শুরুর আগে ট্রফি উন্মোচনে দীপিকা কেন.................. এ প্রশ্ন সবার ই
মূল বিষয় হলো- ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা। তিনিই ফরাসি এই কোম্পানিটির প্রথম প্রতিনিধি।
বিশ্বকাপের ট্রফি মূলত থাকে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্সে করে। ২০১০ থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁ।
গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিতোঁ সেই বাক্সটিতে ট্রফি নিয়ে মাঠে হাজির হন দীপিকা। দীপিকা জানান বিশ্বকাপে ভারত না থাকলেও একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গর্বিত।
এইবেলাডটকম/বম
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com