আইএসের পক্ষ থেকে প্রকাশিত নতুন পোস্টারে দেখা যাচ্ছে আইএস জঙ্গির হাতে নিহত মেসি পড়ে রয়েছেন ভূমিতে। অন্য দিকে, হাঁটু মুড়ে বসে আছেন নেমার। নেমারের চোখে জল। প্রাণভিক্ষার আর্তনাদ করছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।
ছবিটি প্রকাশ হওয়া মাত্রই ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। তবে গত বারের মতো এ বারেও আইসিসের এই পোস্টারকে একেবারেই গুরুত্ব দেয়নি পরবর্তী বিশ্বকাপের সংগঠক দেশ রাশিয়া।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|