শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ (শুক্রবার) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১২টায়। আইবিএ ভবনসহ ক্যাম্পাসের মোট ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
১২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন ৬ হাজার ৮৬০ জন। পরীক্ষায় এক আসনের বিপরীতে লড়ছেন ৫৭ জন।
এইবেলাডটকম/এএস
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|