কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ্য সবল মেধাবী জাতি’ এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, খামারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে প্রাণি সম্পদ অফিস থেকে একটি র্যালি বের হয়ে কলারোয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভাস্থলে মিলিত হয়।
উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়র ময়ন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
এছাড়া অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, এআই টেকরিশিয়ান আনিছুর রহমান, শিক্ষক গাভী পালন খামারী বাবু স্বপন কুমার মন্ডল, গাভী পালন কারী আজগার আলী, ডেইরী খামারী স্বপন কুমার মন্ডল, ময়না খাতুন, ব্রয়ালার খামারী খাতিজাতুন কোবরা, লেয়ার খামারী শওকাত আলী, ভিএফএ আকবার আলী, সলিডারিডাড এর জাহিদ হোসেন, সৌখিন পাখি পালনকারী জাহাঙ্গীর কবির, কোবরা পোল্টী ফার্ম খাতিজাতুন কোবরা, আল রাফিদ এন্টারপ্রাইজ লেয়ার ফার্ম শওকাত হোসেন, রিংকী ডেইরী ফার্ম আলী মুনছুর, হাবিব পোল্ট্রী ফার্ম শফিকুল ইসলাম, উত্তরণ সফল প্রকল্প, আমিরিকান ডেইলরী লিঃ, রাফাত এগ্রো ফার্ম সহ অতিথিবৃন্দ। এ সময় ৬টি স্টলের খামারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লেয়ার খামারী ইব্রাহিম খান।
এইবেলাডটকম/জুলফিকার/গোপাল
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|