eibela24.com
বৃহস্পতিবার, ২৩, মে, ২০১৯
 

 
দেশের প্রথম কৃষি বিতর্ক উৎসব বাকৃবিতে
আপডেট: ০৬:৫৯ pm ১৩-০৯-২০১৭
 
 


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের প্রথম কৃষি বিতর্ক উৎসব শুরু হচ্ছে শুক্রবার। বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কমিটি। বিশ্ববিদ্যালয় ও ডিবেটিং সংঘের সহযোগিতায় এ উৎসব শুরু হচ্ছে।

প্রথম কৃষি বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোক্তার হোসেন ও বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।


আরপি