eibela24.com
শনিবার, ২৫, মে, ২০১৯
 

 
পিরোজপুরে জেলা মহিলা পরিষদের মানববন্ধন
আপডেট: ০৭:৪৮ pm ২১-০৯-২০১৭
 
 


পিরোজপুরে জেলা মহিলা পরিষদের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন-অহিংস বাংলাদেশ গড়ে তুলুন’ এই স্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও বিভাগীয় সংগঠক সালমা রহমান হ্যাপী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে কোন অশুভ শক্তি যাতে সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীন দেশে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং দুষ্কৃতিকারীদের সব ধরণের অপচেষ্টা রুখে দেয়া হবে। 

এ সময় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও বিভাগীয় সংগঠক সালমা রহমান হ্যাপী, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম টুলি, প্রেসক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, সম্পাদক মাইনুল আহসান মুন্না, এ্যাডভোকেট বাহাদুর হোসেন, এ্যাডভোকেট সাইদুর রহমান টিটু প্রমুখ।


এমটিএস/আরপি