eibela24.com
সোমবার, ২৫, মার্চ, ২০১৯
 

 
অবশেষে বান্ধবীকে বিয়ের ঘোষণা রোনালদোর
আপডেট: ০৯:৪১ am ২৭-০৯-২০১৭
 
 


মাফিয়া রাজ্যে মেসির জমকালো বিয়ে দেখে মনে হয় তর সয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও বিয়ের ঘোষণা দিয়েছেন।
 
২০১৮ সালের বিশ্বকাপের পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে ঘরে তোলার কথা জানিয়েছেন সিআর সেভেন। তবে মেসির বিয়ে নয়, আসলে জর্জিনার গর্ভে নিজ সন্তান বেড়ে উঠছে তাই আনন্দে আত্মহারা রোনালদো এই ঘোষণা দিলেন।
 
পর্তুগিজ গণমাধ্যম কোরিও ডি মানহা বলছে, কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন রোনালদো।
 
চারবার ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার বিয়ের প্রস্তুতি হিসেবে ২ লাখ ৬৫ হাজার ইউরো মূল্যের একটি হীরার আংটি উপস্থাপন করেছেন।

বিএম/