eibela24.com
বুধবার, ২৪, জুলাই, ২০১৯
 

 
নীলফামারীতে ১৬২ মণ্ডপের মধ্যে ১২৬ মণ্ডপ ঝুঁকিপূর্ণ
আপডেট: ০২:০৯ pm ২৭-০৯-২০১৭
 
 


নীলফামারীর জলঢাকায় এবারে ১৬২ মণ্ডপে দূর্গাপূজা শুরু হয়েছে। এর মধ্যে ১২৬ টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন জানায়, ঝুঁকিপূর্ণ এসব মণ্ডপ রক্ষার জন্য চার স্তরের প্রশাসনিক নিরাপত্তার ব্যাবস্থা নেওয়া হয়েছে। এছাড়া টহলে থাকবে র‌্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার বিকালে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, দূর্গা মণ্ডপের জন্য সার্বক্ষনিক দ্বায়িত্বে থাকা আনসার, ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে দূর্গা মণ্ডপে যাওয়ার আগে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন, জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান ও উপজেলা আনসার, ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুন্নাহার বেগম প্রমুখ।

নি এম/