eibela24.com
বুধবার, ২২, মে, ২০১৯
 

 
বগুড়ায় শারদীয় শিল্প মহার্ঘ’র প্রকাশনা উৎসব
আপডেট: ০৬:১৪ pm ৩০-০৯-২০১৭
 
 


শরতের শিউলী ফোটা প্রকৃতি সেজেছিল অপরূপে। এ ঋতুতে আর্বিভূত দেবী দূর্গার আগমন উৎসবকে আরো আনন্দ ঘন করতে বগুড়ার শেরপুর থেকে শারদীয় শিল্প, সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী মহার্ঘ’র ৯ম বার্ষিকী সংখ্যা প্রকাশিত হয়েছে। 

উৎসবটি ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংকলনটি সম্পাদক ও প্রকাশক দীপক কুমার সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, বিশেষ অতিথি ছিলেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, শফিকুল ইসলাম শরীফ, সাখাওয়াত হোসেন জুম্মা, শফিকুল ইসলাম বাবলু, নাহিদ হাসান রবিন, শামীম সরকার বিদ্যুৎ, বাদশা আলম, শহিদুল ইসলাম শাওন, আব্দুল ওয়াদুদ, আবু বকর সিদ্দিক, উত্তম সরকার, লিমন হাসান, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুস প্রমুখ।

ডি/এসএম