eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০১৯
 

 
৩ যুদ্ধাপরাধীর আপিল শুনানি ২১ নভেম্বর
আপডেট: ১১:০৭ am ১০-১০-২০১৭
 
 


একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার, মোহাম্মদ আবদুস সুবহান ও জাতীয় পার্টির সাবেক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে  পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সৈয়দ মোহাম্মদ কায়সার, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহার ও ২০১৫ সালে ১৮ ফেব্রয়ারি মোহাম্মদ আবদুস সুবহানকে ফাঁসতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন। পরে তারা আপিল করেন।

প্রচ