eibela24.com
শুক্রবার, ২১, জুন, ২০১৯
 

 
মৎস্যখাতে অবদানের জন্য বিএফআরআই এর স্বর্ণপদক অর্জন
আপডেট: ০৮:২৮ pm ১৬-১০-২০১৭
 
 


দেশে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের নিমিত্ত বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার কর্তৃক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে ২০১৬ সালের জন্য মনোনীত করা হয়। 

এ প্রেক্ষিতে ঢাকাস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত এক আয়োজনের মাধ্যমে  শনিবার  ইনস্টিটিউটকে স্বর্ণপদক প্রদান করেন। স্বর্ণপদক গ্রহণ করেন ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। 

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির প্রেসিডেন্ট আন্তর্জাতিক কৃষি বিজ্ঞানী ড. কাজী এম. বদরুদ্দোজা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য (কৃষি) এমিরেটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, বিএফআরআই মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দেশের মৎস্য সম্পদ উন্নয়নে বিএফআরআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তিসমূহের ভূয়সী প্রশংসা করেন।

আর/এসএম