eibela24.com
রবিবার, ২৪, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
ধোনির ২০১৯ বিশ্বকাপ খেলা নিয়ে সৌরভের মন্তব্য
আপডেট: ০২:৪৩ pm ২৩-১০-২০১৭
 
 


বিরাট কোহলির দলে ধোনি সিনিয়র। রিভিউ নেওয়ার সময়ে ক্যাপ্টেন কোহলিকে যথাযথ পরামর্শ দেন ধোনিই। ব্যাট হাতে এখন আর ধোনি আগের মতো সেরকম বিধ্বংসী নন। অবশ্য তা সম্ভবও নয়। এখনকার ধোনি ধ্বংসাত্মক ক্রিকেট খেলেন না। তবে ধোনির কী ২০১৯ বিশ্বকাপে নামা উচিত। সৌরভ অবশ্য মনে করেন ২০১৯ বিশ্বকাপ খেলবেন ধোনিই।

সৌরভ বলেছেন, ২০১৯ বিশ্বকাপে খেলবে ধোনিই। আমার সে রকমই মনে হয়। ৩৬ বছরের ধোনি এবং ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা ধোনির মধ্যে অনেক পার্থক্য। শুধু উইকেটকিপার নয়, একজন প্রকৃত নেতা হিসেবে কোহলির প্রয়োজন ধোনিকে। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে গোটা মাঠের দিকে নজর থাকে ধোনির।

একাধিক সিরিজে দেখা গেছে প্রয়োজনের সময়ে ধোনির কাছ থেকেই পরামর্শ নিয়েছেন কোহলি। যখনই ভারত অধিনায়কের দরকার পড়েছে, তখনই ধোনি এগিয়ে এসেছেন। এই যদি হয় পরিস্থিতি তাহলে তো ধোনিই খেলবেন বিশ্বকাপে।

আরডি/