eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
পিরামিডের দেয়ালে ফাটল
আপডেট: ০৬:৫৮ pm ০৩-১১-২০১৭
 
 


মিসরের গিজায় খুফুর পিরামিড বা গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। সম্প্রতি এই পিরামিডের দেয়ালে দেখা দিয়েছে ফাটল।

আর সেই ফাটল ধরেই পৌঁছে যাওয়া যাবে তার নির্মাণ রহস্যে। আশায় বুক বাঁধছেন পিরামিড বিশেষজ্ঞরা। আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও খুফুর সমাধি হিসেবে গড়ে ওঠে এই পিরামিড।

প্রাচীন যুগের সপ্তম আশ্চর্যের একটি এই পিরামিড। গ্রান্ড গ্যালারির ওপরের দিকে প্রায় ১০০ ফুট লম্বা এই ফাটল দেখা গেছে। পিরামিডের ভিতরে যাওয়ার রাস্তা এই গ্রান্ড গ্যালারি। 'মিউওগ্রাফি' স্ক্যান করার সময় এই ফাটল ধরা পড়েছে। জাপান এবং ফ্রান্সের বিজ্ঞানীরা কয়েক মাস ধরে সেখানে গবেষণা চালাচ্ছেন। 'মিউওগ্রাফি' স্ক্যান করে ডিটেক্টরে মিউওনস ধরা হয়।

পদার্থ ক্ষয়ের সময় মিউওন ধরা পড়ে। অনেক মাত্রায় মিউওন পাওয়ার অর্থ নির্মাণের মধ্যে কোথাও ফাটল রয়েছে। গ্রেট পিরামিডের মধ্যে এমনটাই হয়েছে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছেন ওই দুই দেশের বিজ্ঞানীরা।

তারা আশা করছেন, পিরামিডে ছোট ফুটো করে সেখান দিয়ে ড্রোন ওড়াতে সমর্থ্য হবেন। আর তখনই ভিডিও তুলে ফাটলের হাতে গরম প্রমাণ মিলবে।

আরডি/