eibela24.com
শনিবার, ২৫, মে, ২০১৯
 

 
রংপুরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি
আপডেট: ০৯:০২ am ১১-১১-২০১৭
 
 


ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এ কথা জানান।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে শুক্রবার বিকালে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। এ সময় পুলিশের ছররা গুলি ও রাবার বুলেটে ১০ জন আহত হন।

ওয়াহিদুজ্জামান বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

কমিটির অপর দুই সদস্য হলেন-রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ও রংপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান।

প্রচ