eibela24.com
শুক্রবার, ২৪, মে, ২০১৯
 

 
ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে থাকছেন না ধোনি
আপডেট: ০৭:২৫ pm ১১-১১-২০১৭
 
 


ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলতি মাসের ১৬ তারিখ থেকে ইডেনে শুরু হবে। টেস্ট থেকে সরে দাঁড়ানোয় এ সিরিজসহ আগামী একমাস ব্যাট হাতে দেখা যাবে না ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। 

ধোনিকে সর্বশেষ ব্যাট হাতে দেখা গেছে ৭ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে৷ সূচি অনুযায়ী ধোনিকে আবারও ব্যাট হাতে দেখা যাবে ১০ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ অভিযানের প্রথম ম্যাচে। এ কারণেই এক মাস মাঠের বাইরে থাকতে হবে রাঁচির রাজপুত্রকে। 

এদিকে ছুটিতে যাওয়ার আগে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে এক ফ্রেমে ধরা দিলেন বিশ্বকাপ জয়ী দুই প্রজন্মের দুই ভারতীয় কিংবদন্তি অধিনায়ক৷ ব্যাট হাতে ১১'র বিশ্বকাপ জয়ী ধোনি, আর অন্যদিকে বল হাতে ৮৩'র নায়ক কপিল দেব৷ এর মাঝেই দুজনের সঙ্গে দেখা করে গেলেন আরেক কিংবদন্তি ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এ সময় একই ফ্রেমে ধরা পড়লেন কপিল-সৌরভ-ধোনিকে।


আরপি