eibela24.com
রবিবার, ২৪, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিপাকে ম্যালকম
আপডেট: ০২:০৫ pm ১২-১১-২০১৭
 
 


অস্ট্রেলিয়ার একজন এমপি দ্বৈত নাগরিকত্বের কারণে পদত্যাগ করেছেন। অনুসন্ধানে বের হয়ে আসছে বার্নাবি নিউজিল্যান্ডেরও নাগরিক!

এর ফলে অস্ট্রেলিয়ার কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকিতে পড়বে। সম্প্রতি বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য তাদের সদস্যপদ হারিয়েছেন দ্বৈত নাগরিকত্বের কারণে। সবশেষে উপ-প্রধানমন্ত্রীও যাওয়ার পথে।

খোঁজ নিয়ে জানা গেছে, বার্নাবির বাবা নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন এবং সে সূত্রে ছেলেও নাগরিকত্ব পেয়ে যায়। সোমবার তার নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড।

অনেকে বলছেন, এমন অবস্থায় আগাম নির্বাচন দিতে হবে প্রধানমন্ত্রীকে। কিন্তু তিনি তেমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। ফলে ম্যালকম টার্নবুল এখন দু’জন নিরপেক্ষ এমপির সমর্থনের ওপর ভর করে কোনোমতে ক্ষমতায় ঝুলে আছেন।

এতে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সংবিধানে দ্বৈত নাগরিকত্ব আছে এমন ব্যক্তিকে পার্লামেন্ট সদস্য হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। এ বিষয়ে গত মাসে সেখানকার হাইকোর্ট একটি রায় দেয়। সূএ : রয়টার্স।

নি এম/