eibela24.com
বুধবার, ১৯, জুন, ২০১৯
 

 
রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন: আরও এক ইউপি সদস্য আটক
আপডেট: ০৩:১১ pm ১৮-১১-২০১৭
 
 


ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ইউপি সদস্যের নাম সিরাজুল ইসলাম।

তিনি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে রংপুর সদর উপজেলার মমিনপুর বাজার থেকে ইউপি সদস্য সিরাজুলকে আটক করা হয়।  

এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সিরাজুলকে আটক করা হয়েছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের খগেন রায়ের ছেলে টিটুর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে কয়েক হাজার মানুষের মিছিল থেকে ওই গ্রামের হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হন।

নি এম/