eibela24.com
মঙ্গলবার, ২৩, এপ্রিল, ২০১৯
 

 
শুক্রবার থেকে আয়কর সপ্তাহ শুরু 
আপডেট: ০৮:০০ pm ২৩-১১-২০১৭
 
 


প্রতিবছরের মতো এবছরও সারাদেশে আগামীকাল শুক্রবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড। আয়কর সপ্তাহ উপলক্ষে দেশের সব কর অঞ্চলে আয়কর মেলাও চলবে। ফলে যারা ৭ দিন ব্যাপী আয়কর মেলায় রিটার্ন জমা দিতে পারেননি, তাদের জন্য কর অঞ্চলগুলোকে খুব সহজেই রিটার্ন জমা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ১ থেকে ৭ নভেম্বর আয়কর মেলায় করদাতাদের ব্যাপক সাড়া পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এনবিআরের পক্ষ থেকে বলা হচ্ছে, করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে কর অঞ্চলগুলোয় আয়কর মেলার সিদ্ধান্ত নিয়েছে এবিআর। এখানেও মেলার পরিবেশে সব ধরনের করসেবা পাওয়া যাবে।

দেশের সব কর অঞ্চলে এই মেলা চললেও শুধুমাত্র রাজধানীর কর অঞ্চলগুলোয় আয়কর রিটার্ন জমা দিয়ে ২৮ নভেম্বর পর্যন্ত ট্যাক্স কার্ড সংগ্রহ করতে পারবেন করদাতারা। 

এবছর রাজধানীসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলায় ২ হাজার ২১৭ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন সাড়ে ৩ লাখ করদাতা। মেলা থেকে সেবা নিয়েছেন ১১ লাখ ৭০ হাজার মানুষ।

এসকে