eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০১৯
 

 
৭ মার্চের ভাষণ স্বীকৃতি প্রাপ্তিতে ঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা
আপডেট: ০৫:০৮ pm ২৫-১১-২০১৭
 
 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি প্রাপ্তিতে শেরপুরের ঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন, জাসদ(ইনু), মুক্তিযোদ্ধাগণ, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আবু তাহের, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল আওয়াল, উপজেলা জাসদের সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, কৃষক লীগের সভাপতি মো. সাহাজ উদ্দিন সাজু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহাম্মেদ প্রমুখ।

জে/আরডি/