eibela24.com
শুক্রবার, ২২, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
আইন অমান্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে জরিমানা 
আপডেট: ০৭:৫৩ pm ৩০-১১-২০১৭
 
 


ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জরিমানা করেছে দেশটির স্বচ্ছ ও নিরপেক্ষ প্রতিযোগিতামূলক আয়োজনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিসিআই (কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া)। টাকার অংকটাও কম নয়। ৫২.২ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৮ কোটি টাকা।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ আইপিএলে অনিয়মিত ও বাজার-প্রতিযোগিতার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়েছে।

অভিযোগ প্রতিবেদনে সিসিআই বলেছে, ‘এ কথা প্রমাণিত যে বিসিসিআই জেনেশুনেই আইপিএলের টিভি সম্প্রচারের নিলামে অংশগ্রহণকারীদের বাণিজ্যিক স্বার্থ, একই সঙ্গে নিজেদের অর্থনৈতিক স্বার্থও রক্ষা করেছে।’

আইপিএলের দলগুলোর মালিকানার ক্ষেত্রে স্বেচ্ছাচারী ভূমিকা পালন করেছে বিসিসিআই। সিসিআই বলছে, দলগুলোর মালিকানা চুক্তিতে মালিকপক্ষের কোনো দাবি বা প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়নি।

২০১৩ সালে আরও একবার এমন জরিমানার খড়গে পড়েছিল বিসিসিআই। সেবার আপিল করে বেঁচে যায় তার। তবে এবার পুনঃ তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আপিল করার সম্ভাবনা ক্ষীণ। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।


ভিএস