eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
জাতীয় দাবায় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব
আপডেট: ০৯:১৫ pm ০৬-১২-২০১৭
 
 


ওমিকন ৪৩ তম জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। বুধবার প্লে-অফ ম্যাচে রাজীব ২-০ গেমে হারিয়েছেন আরেক গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিবকে। টুর্নামেন্ট শেষে উভয়ের পয়েন্ট (১১) সমান হলে প্লে-অফের মাধ্যমে শিরোপা নির্ধারণ হয়।

জাতীয় দাবায় এনামুলের এটি চতুর্থ শিরোপা। এর আগে তিনি ১৯৯৭, ২০০৬ ও ২০১৬ সালে তিনি জাতীয় চ্যাম্পিয়ন হন। শিরোপা নির্ধারণী প্লে-অফে হারলেও রাকিব অপরাজিত রানার-আপ হয়েছেন।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ৮ পয়েন্ট পেয়ে তৃতীয়, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান, ফিদে মাস্টার ফাহাদ সাড়ে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ও সেখ নাসির আহমেদ ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছেন।


ভিএস