eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
সফরে দুই দেশই লাভবান হবে : প্রধানমন্ত্রী
আপডেট: ০৪:৩৩ pm ০৭-১২-২০১৭
 
 


কম্বোডিয়া সফরে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে হাজির হন। এতে সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফরের বিস্তারিত তুলে ধরছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি আমার কম্বোডিয়া সফরে দুই দেশই লাভবান হবে। এই সফর দুই দেশের সম্পর্ক গড়ে তুলতে গভীর ভূমিকা রাখবে। এতে দুই দেশের সম্পর্ক আরও দূঢ় হবে।

তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার কম্বোডিয়া যান। এই সফরকালে সেখানে শেখ হাসিনার নানা কর্মসূচিতে যোগদান ছাড়াও নয়টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে। মঙ্গলবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্রায় আট মাস পর কোনো সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ভারত সফর শেষে চলতি বছরের ১০ এপ্রিল সর্বশেষ সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন তিনি।

এসকে